এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৫ ফেব্রুয়ারী : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে দ্রুত গতিতে গলছে মেরু অঞ্চলের বরফ । নাসার গবেষণায় দেখা গেছে, অ্যান্টার্কটিকায় প্রতি বছর গড়ে প্রায় দেড়শ বিলিয়ন টন বরফ গলছে । ফলে ক্রমশ বেড়ে চলেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা । আর তার জেরে নিচু উপকূলীয় অঞ্চল এবং ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো হুমকির মুখে পড়েছে । এভাবে চলতে থাকলে বাংলাদেশ, চীন, ভারত এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোর নিচু অঞ্চল এমনকি পুরো দেশ সমূদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । এছাড়া ব্যাংকক, জাকার্তা, লাগোস, লন্ডন, লস এঞ্জেলেস, মুম্বাই, মাপুতো, নিউ ইয়র্ক, সাংহাই এবং বুয়েনস আইরেসের মতো বড় শহরগুলো পর্যন্ত প্রভাবিত হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন । তাঁর হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৯০০ মিলিয়ন মানুষ বা বিশ্বের প্রতি দশজনের মধ্যে একজন মানুষ এতে প্রভাবিত হবে ।
গুতেরেস বলেন,’গ্রিনল্যান্ডের বরফ খুব দ্রুত গলছে । প্রতি বছর গ্রিনল্যান্ড থেকে ২৭০ বিলিয়ন টন বরফ গলে সমুদ্রে মিশছে । এছাড়া ১১ হাজার বছরের ইতিহাসে মহাসাগরগুলো দ্রুত উষ্ণ হওয়ার ঘটনা ঘটেছে বিগত শতাব্দীতে ।’ তাঁর পরামর্শ, জলবায়ু পরিবর্তের নেতিবাচক প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে । পরিস্থিতির কথা মাথায় রেখে মজুত রাখতে হবে পর্যাপ্ত অর্থ । পূর্ব প্রতিশ্রুতি মত জলবায়ু ফান্ডের জন্য ১০০ বিলিয়ন অর্থ প্রদান দ্রুত নিশ্চিত করতে হবে ।।