এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৫ ফেব্রুয়ারী : হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোর করে তুলে নিয়ে গিয়ে মস্কো এবং ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তরিত করেছে রাশিয়া । আর সেখানে শিশুদের রাশিয়ার প্রতি অনুগত হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললো মার্কিন যুক্তরাষ্ট্র । মার্কিন বিদেশমন্ত্রক মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে ইউক্রেনীয় শিশুদের অবৈধ স্থানান্তর এবং নির্বাসন বেসামরিক নাগরিকদের সুরক্ষা সম্পর্কিত চতুর্থ জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধ । অবিলম্বে এই শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে আমেরিকা ।
মার্কিন বিদেশ দফতর দাবি করেছে যে রাশিয়া এই শিশুদেরকে তাদের পরিবার থেকে দূরে নিয়ে রাশিয়ার প্রতি অনুগত থাকতে শেখাচ্ছে । বলা হয়েছে, বর্তমানে রাশিয়া ইউক্রেনীয় শিশুদের রাখার জন্য ৪৩ টি কেন্দ্র স্থাপন করেছে । এমনকি আগামী বছর পর্যন্ত ইউক্রেনে এভাবে রাশিয়ার আগ্রাসন জারি থাকবে বলে আশঙ্কা প্রকাশও করা হয়েছে । তবে আমেরিকার এই দাবি সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন । প্রসঙ্গত,আমেরিকা বারবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ।।