দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : স্বামী মারা যাওয়ার এক বছরের মাথায় একজনকে স্বামী সাজিয়ে সই জাল করে মৃত স্বামীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতের নাম খাদিজা খাতুন (বিবি) । মৃত আবদুল্লা শেখের বাবা পূর্বস্থলী থানার গাছা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের দায়ের করা অভিযোগপত্রে খাদিজা খাতুন ছাড়াও তার সহযোগী মদন দাস, আলিবর্দী শেখ, আবদুস সাত্তার এবং আঙ্গুরা বিবিরও নাম ছিল । বাকি অভিযুক্তদের মধ্যে কাটোয়া থানার আমুল গ্রামের বাসিন্দা মদন দাস হল জাল স্বাক্ষরকারী । কাটোয়ার লোহাপোতা গ্রামের বাসিন্দা আঙ্গুরা বিবি হল খাদিজার মা । পুলিশ আঙ্গুরা বিবি এবং কাটোয়ার গৌড়ডাঙ্গার বাসিন্দা আলিবর্দী শেখকেও গ্রেফতার করেছে । সোমবার রাতে ওই তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
মৃত আবদুল্লার বাবা মনোয়ার হোসেন জানান, ২০১৯ সালের নভেম্বর মাসে তার বড় ছেলে আবদুল্লার সঙ্গে কাটোয়ার লোহাপোতা গ্রামের বাসিন্দা আকির মোল্লার মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়েছিল । কিন্তু ২০২০ সালের ৭ এপ্রিল হঠাৎ মৃত্যু হয় তার বড় ছেলের । তারপরেই বাপের বাড়ি চলে যায় পুত্রবধূ খাদিজা । তার অভিযোগ,বিয়ের প্রায় চার বছর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে তার স্ত্রী মোমেনা বিবি আবদুল্লাকে একটি জমি দানপত্র করে দিয়েছিল । সম্প্রতি তিনি জানতে পারেন মদন দাস নামে ওই ব্যক্তিকে আবদুল্লা সাজিয়ে ২০২০ সালের পয়লা জুন বর্ধমান ২ সাবরেজিষ্ট্রার অফিসে গিয়ে ছেলের সই নকল করে নিজের নামে দানপত্র দলিল করে নিয়েছে খাদিজা । এই ঘটনায় রেজিস্ট্রি অফিসের একাংশেরও হাত রয়েছে বলে অভিযোগ তার । জানা গেছে,গত ৫ জানুয়ারি এনিয়ে খাদিজা খাতুন সহ ৫ জনের বিরুদ্ধে কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন মনোয়ার হোসেন । তার অভিযোগের ভিত্তিতে ৩ জনকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তের সন্ধান চলছে ।।