এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ ফেব্রুয়ারী : হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল আদানি গোষ্ঠী । সেই খরা কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারতীয় সংস্থাটি । আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজের তৃতীয় ত্রৈমাসিকের আয় সামনে এসেছে । তাতে চমকপ্রদ উত্থান দেখা গেছে । এক বছর আগে লোকসানে থাকা সংস্থাটি ৮০০ কোটি টাকার বেশি আয়ের মুখ দেখেছে । রাজস্ব ৪২ শতাংশ বেড়ে হয়েছে ২৬.৬১২.২৩ কোটি টাকা ।বছরে দ্বিগুণেরও বেশি ১,৯৬৮ কোটি টাকা হয়েছে । কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশ ।
ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট ব্যবসায় রাজস্ব ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭,৫৯৫ কোটি টাকা হয়েছে । খনির ব্যবসার বিক্রি প্রায় ৩ গুণ বেড়ে ২,০৪৪ কোটি টাকা হয়েছে ।
নিউ এনার্জি ইকোসিস্টেমের ব্যবসার আয় দ্বিগুণেরও বেশি বেড়ে ১,৪২৭.৪০ কোটি টাকা হয়েছে । নিউ এনার্জিতে কোম্পানিটি সৌর মডিউলের পরিমাণ ৬৩ শতাংশ বেড়ে ৪৩০ মেগাওয়াটে পৌঁছেছে । খনির ব্যবসায় উৎপাদন ছিল ৬.২ মিলিয়ন টন । ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট ব্যবসার আয়তন তৃতীয় ত্রৈমাসিকে বছরে ৮ শতাংশ বেড়ে ১৫.৮ মিলিয়ন টন হয়েছে ।
পাশাপাশি অস্ট্রেলিয়ার কারমাইকেল খনি তৃতীয় প্রান্তিকে ২.৫ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছিল সংস্থাটি ৷ তুলনায় কম ১.৯ মিলিয়ন টন উৎপাদন ছিল কিউ-২ তে । খনি থেকে কয়লা সরবরাহ ছিল ২ মিলিয়ন টন ।।