এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৪ ফেব্রুয়ারী : সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তালিবানের সঙ্গে দায়েশ সন্ত্রাসীদের(Daesh terrorists) মধ্যে তুমুল সংঘর্ষ চললো আফগানিস্তানের (Afghanistan) কাবুলের (Kabul) হাশ (Hash) জেলার কার্তে নাউ (Kārte Naw) এলাকায় । এলাকাটি জনবহুল হওয়ায় তালিবান এবং দায়েশ জঙ্গিরা মানুষের বাড়িতে লুকিয়ে একে অপরের উপর এলোপাথাড়ি গোলাগুলি চালায় । বেশ কয়েকটি বিস্ফোরণও হয় । স্থানীয় সূত্রে খবর, দায়েশ ও তালিবানের সন্ত্রাসবাদীদের সমর্থক দুই পরিবারের মধ্যে এই সংঘর্ষ হয়েছে ।
তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি টুইট করে দাবি করেছেন যে এখনও পর্যন্ত বেশ কয়েকজন দায়েশ সন্ত্রাসবাদী নিহত হয়েছে এবং অভিযানটি সতর্কতার সাথে এগিয়ে চলেছে।মুজাহিদের দাবি অনুযায়ী, দায়েশের মধ্যে বিদেশি সন্ত্রাসবাদীরাও রয়েছে । অসমর্থিত সূত্রের খবর, আইএসআইএসের সাথে যুক্ত ৫ মহিলা এবং ৯ কিশোর তালিবানের কাছে আত্মসমর্পণ করেছে ।।