এইদিন ওয়েবডেস্ক,কুমিল্লা,১৪ ফেব্রুয়ারী : পাকিস্তান(Pakistan) ও বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের জব্দ করার বহুল প্রচলিত পদ্ধতি হল ধর্মনিন্দার অভিযোগ তুলে হামলা । এই প্রকার হামলার ঘটনা আকছার ঘটে থাকে ওই দুই মুসলিম রাষ্ট্রে । ফের এমনই এক হামলার শিকার হলেন বাংলাদেশের এক হতভাগ্য হিন্দু স্কুল শিক্ষক । এবারে ঘটনাস্থল বাংলাদেশের কুমিল্লার(Comilla) দাউদকান্দি (Doudkhandhi) উপজেলা । উপজেলার ডঃ মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের (Dr. Mosharaf Hossen High School) শিক্ষক প্রীতম সরকারের(Pritam Sarker) বিরুদ্ধে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলেছিল ওই স্কুলেই এক মুসলিম ছাত্র । ছাত্রটির দাবি করেছিল, প্রতীমবাবু স্কুলে পড়ানোর সময় তাদের নবী সম্পর্কে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন । কিন্তু এক নাবালক কিশোরের অভিযোগের সত্যতা যাচাই না করেই শিক্ষকের বাড়িতে হামলা চালালো একদল জিহাদি ।
সোমবার (১৩ ফেব্রুয়ারী ২০২৩) ওই শিক্ষকের বাড়ির সামনে শতাধিক ধর্মোন্মাদের দল জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । সমবেত হাত তালি দিয়ে ‘প্রীতমের চামড়া,ছাড়িয়ে নেব আমরা’ এবং ‘নাড়ায়ে তদদির,আল্লাহু আকবর’,’প্রীতমের ফাঁসি চাই’ প্রভৃতি শ্লোগান দিতে থাকে মৌলবাদীর দল । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে হামলার ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্কের মধ্যে আছে শিক্ষকের পরিবারের লোকজনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ ।
দেখুন ভিডিও 👇
প্রসঙ্গত,বাংলাদেশে এই ঘটনার হামেশাই ঘটে থাকে । এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারী ধর্মনিন্দার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলায় বিজ্ঞানের শিক্ষক নিউটন সরকারের ফাঁসির দাবিতে মিছিল করে ইসলামিক মৌলবাদীরা । এক্ষেত্রেও এক নাবালক পড়ুয়া তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলেছিল । সেই অভিযোগের সত্যতা যাচাই না করেই ওই শিক্ষককে বরখাস্ত করা হয় ।।