এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,১৩ ফেব্রুয়ারী : নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে তান্ডব চালালো ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’ । সোমবার অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে প্রবল বাতাস ও বৃষ্টির কারনে ৫৮,০০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে । শনিবার রাতে তাসমান সাগরের নরফোক দ্বীপের অস্ট্রেলিয়ান অঞ্চল অতিক্রম করে ‘গ্যাব্রিয়েল’। বর্তমানে নিউজিল্যান্ডের ঠিক উত্তরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি । আবহাওয়ার দপ্তরের অনুমান সোমবার এবং মঙ্গলবারের মাঝামাঝি সময়ে এটি ভূমির কাছাকাছি আসার সাথে সাথে বৃষ্টি এবং বাতাস তীব্র আকার ধারণ করবে । অকল্যান্ড এবং উচ্চ উত্তর দ্বীপ জুড়ে অনেক স্কুল এবং স্থানীয় সরকারী অফিসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে । বিশেষ প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । অকল্যান্ড ছাড়াও অন্তত চারটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন ।
নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, অকল্যান্ডের উত্তরে অবস্থিত শহর ওয়ানগারেই গত ১২ ঘন্টায় ১০০.৫ মিমি (৪ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যখন অকল্যান্ডের উপকূলে ১৫৯ কিলোমিটার প্রতি ঘন্টা (১০০ মাইল) বেগে বাতাস রেকর্ড করা হয়েছে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেছেন, প্রায় ৫৮,০০০ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল । বিদ্যুৎ পুনরুদ্ধার করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন ।
এর কিছুদিন আগেই আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ৪ জন প্রাণ হারায়। সেখানে এখনও পুনরুদ্ধার কাজ অব্যাহত।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, ‘একটা খারাপ আবহাওয়ার পর আরেকটা খারাপ আবহাওয়ার ঘটনা ঘটছে ।’।