এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৩ ফেব্রুয়ারী : আমেরিকার উত্তর ক্যারোলিনার উপর দিয়ে একটি উড়ন্ত চীনা গুপ্তচর বেলুনকে গুলি করার কয়েকদিন পরে এখন ইউএফওর গল্প ফাঁদছে চীন । রবিবার বেইজিং দাবি করেছে যে তারা চীনের কিংডাও শহরের কাছে পোতাশ্রয়ের জলের উপর দিয়ে একটি অজ্ঞাত বস্তু (ইউএফও) উড়তে দেখেছে । সেটি গুলি করে নামানো হয়েছে । এই খবর সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে চীনের কিংদাও জিমো জেলার মেরিটাইম ডেভেলপমেন্ট অথরিটি । এমনকি এও জানানো হয়েছে যে সমুদ্রের জেলেদের একটি সতর্কতা জারি করা হয়েছে। তবে চীন এখনও ওই বস্তুটির আকার এবং চেহারা প্রকাশ করেনি ।
এদিকে রবিবার আমেরিকার হুরন লেকের কাছে আরেকটি সন্দেহজনক বস্তু দেখা গেছে। যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে গুলি করে নামানো হয়েছিল । মার্কিন যুক্তরাষ্ট্রে এক মাসের মধ্যে এটি ছিল চতুর্থ ঘটনা । এর আগে শনিবার উত্তর কানাডায় একটি অজ্ঞাত বস্তু দেখা যায়। যাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নির্দেশে গুলি করে নামানো হয় । বস্তুটি সম্পর্কে জানতে সেটির অবশেষের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ।।