এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১২ ফেব্রুয়ারী : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে খাদ্য,পানীয় জল সহ অনান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক আকাল দেখা দিয়েছে । নিজেদের চাহিদ মেটাতে পাকিস্থানের মতই এখন ব্যাপক হারে লুটপাট শুরু করে দিয়েছে তুর্কির বাসিন্দারা । ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের বিভিন্ন এলাকায় লুটপাটের সঙ্গে প্রতারণার ঘটনা বেড়ে গেছে বহু গুণ । দেশের দক্ষিণাঞ্চলীয় ২ টি প্রদেশ থেকে ইতিমধ্যে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুটপাটের অভিযোগে দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশ থেকে শনিবার ৪২ জনক এবং পার্শ্ববর্তী কাহারমানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহর থেকে প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, সিরিয়াসহ আশপাশের দেশগুলি । ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬.৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয় । যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তুর্কি ও সিরিয়া । কয়েক হাজার ভবন বিধ্বস্ত হয়ে যায় । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে তুরস্ক থেকে উদ্ধার হয়েছে ২০ হাজারেরও বেশি মৃতদেহ। আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ । বর্তমানে ভূমিকম্প কবলিত এলাকায় খাদ্য,পানীয় জল,ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাল দেখা দিয়েছে তুরস্কে । এনিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি ক্ষুব্ধ মানুষ । এদিকে ভূমিকম্পের পর থেকেই তুরস্কের উপদ্রুত বিভিন্ন এলাকায় ব্যাপকহারে শুরু হয়েছে লুটাপাট ।
শনিবার তুরস্কের দিয়ারবাকির প্রদেশের ভূমিকম্প কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে এরদোয়ান বলেছেন, ‘দুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে যারা লুটপাট , অপহরণ বা অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।’।