এইদিন ওয়েবডেস্ক,কেপটাউন,১২ ফেব্রুয়ারী : আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেবারিট ভারত । নতুন রেকর্ড লিখতে উন্মুখ টিম ইন্ডিয়া । এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্থানের মুখোমুখি হতে চলেছে । রবিবার সন্ধ্যায় কেপটাউনের এই ম্যাচে যদি জয় আসে তাহলে ভারতীয় দলকে যে বাড়তি এনার্জি জোগাবে তা বলাই বাহুল্য ।
পাকিস্তান মহিলা দলের অধিনায়ক বিসমা মারুফ আজকের ম্যাচে দেশের পারফরম্যান্স উন্নত করতে এবং দলের ভাগ্য পরিবর্তনের জন্য উন্মুখ । অন্যদিকে অধিনায়ক হারমান প্রীত কৌর ভারতীয় দলে শক্তিশালী ব্যাটিংয়ে মনোনিবেশ করছেন। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রেণুকা সিংয়ের পারফরম্যান্স । নজর থাকবে রিচা ঘোষের দিকেও অন্যদিকে ইনজুরির কারণে এই ম্যাচে অংশ নিচ্ছেন না সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা ।এই ফরম্যাটে দুই দল ১৩ বার মুখোমুখি হয়েছে এবং সমস্ত ম্যাচই ছিল হাইভোল্টেজ ।।