এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,১১ ফেব্রুয়ারী : ‘কেষ্ট জেলে,ভাদু আর নেই,আনারুল ভিতরে । এখানে কে একটা গুন্ডা আছে না-আলম শেখ না কালো মল্লিক ? সঙ্গে জটিলেশ্বর,সাথে সানু শেখ আর রাজু শেখ । আছেন নাকি মস্তানরা ? আছেন কাছাকাছি ? ২০১৮-এর পঞ্চায়েতে খুব দাপিয়েছে,তাই না ? ২০২১-এর পরে খুব মেরেছেন বিজেপি কর্মীদের । যদি বাপের ব্যাটা হন, মারা তো দূরের কথা,একটা হুমকি আজকের পরে দিয়ে দেখবেন আপনাদের অবস্থাও কেরিম খানের থেকেও খারাপ করে দেবো ।’ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে শনিবার দুপুরে দলীয় জনসভায় এই ভাষাতেই স্থানীয় তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
জেলবন্দি অনুব্রতকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘কে যেন বলতো চড়াম চড়াম ঢাকের কথা, গুর-বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে ? তিনি আজ কোথায় ? হারিয়ে গেছেন । হ্যাঁ অপেক্ষা করুন লটকে আছে মাঝে । পরবর্তী শুনানিতে বেলের মোরব্বা,অষ্টমীর দিন লুচি-ডাল,দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সব বেরিয়ে যাবে,শুধু শুনানি অব্দি যেতে দেন । এই চোরেদের, লুটেরাদের,গনতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে গোটা বীরভূমের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে ।’
এরপর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন,’আজ তোলাবাজ ভাইপো উত্তরবঙ্গে গিয়ে বলছে বাংলা আবাস যোজনা । তোমার পিসিমনির যোজনা । ওটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনা । কেউ পায়নি । হাজার হাজার শৌচালয় দিয়েছেন মোদীজি,কেউ পায়নি । আর এখন বালির টাকা আগে কেষ্টর ঘরে যেত এখন ভাইপোর ঘরে পৌঁছে দেয় বীরভূমের পুলিশ ।’ উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি পঞ্চায়েতে এই চোরেদের তাড়াবেন তো ?’
পশ্চিমবঙ্গ সরকারের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এদিন বোলপুরের কোটাসুর ফুটবল ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি । সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালসহ জেলা নেতৃত্ব ।।