এইদিন ওয়েবডেস্ক,ফরিদপুর(বাংলাদেশ),১০ ফেব্রুয়ারী : মাছ কেনা নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে জড়াল বাংলাদেশের ৩ গ্রামের লোকজন । লাঠিসোঁটা,ধারালো অস্ত্র,এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতার দল । সংঘর্ষের জেরে ২০ জন আহত হয়েছে বলে খবর । শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজারে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুলতান মাতুব্বর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,এদিন সকালে মীরাকান্দা গ্রামের বাসিন্দা ফারুক মীর নামে এক ব্যক্তি মাছ কেনার জন্য পুকুরিয়া বাজারে গিয়েছিলেন । তিনি বিক্রেতার সঙ্গে যখন দরদাম করছিলেন তখন সেখানে হাজির হয় পুকুরিয়া গ্রামের বাসিন্দা করিম মাতুব্বর । তারও মাছটি পছন্দ হয়ে যায় । তখন কে মাছটি কিনবে তা নিয়ে করিম ও ফারুকের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায় । এদিকে ওই দু’জনের বচসার মাঝে চলে আসে নাজিরপুর গ্রামের কয়েকজন কসাই । তারা ফারুকের পক্ষ নিয়ে নেয় । তারপর ওই কসাইরা মিলে করিমের ছেলে সুলতানকে বেদম পিটিয়ে দেয় । এদিকে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া,নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন সেখানে দল বেঁধে চলে আসে । প্রত্যেকের হাতেই ছিল অস্ত্রসস্ত্র । নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন জোট বেঁধে পুকুরিয়া গ্রামের লোকজনদের উপর ঝাঁপিয়ে পড়ে । শুরু হয় তুমুল সংঘর্ষ । ব্যবসায়ীরা দোকান ফেলে লাঠিসোঁটা, অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা পুকুরিয়া বাজার । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি জিয়ারুল ইসলাম জানান,এদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে । তবে এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো তরফেই অভিযোগ দায়ের হয়নি । আর যাতে অশান্তি না হয় তার জন্য এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে ।।