এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ ফেব্রুয়ারী : বিগত বেশ কয়েকদিন ধরেই আদানি গোষ্ঠী নিয়ে তোলপাড় চলছে দেশে । মার্কিন সংবাদ সংস্থা হিন্ডেনবার্গের বিতর্কিত প্রতিবেদনকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দলগুলি । বিশেষ করে তেড়েফুঁড়ে আসরে নেমে পড়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস । এই পরিস্থিতির মধ্যে হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে আদানি গ্রুপ । আদানি গোষ্ঠীর পক্ষ থেকে আমেরিকা ভিত্তিক একটি আইন সংস্থাকে নিয়োগ করা হয়েছে বলে খবর ।
প্রসঙ্গত,হিন্ডেনবার্গ একটি প্রতিবেদনে আদানির বিরুদ্ধে মানি লন্ডারিং, শেয়ারের কারসাজি, শেয়ারের অতিরিক্ত দাম, হিসাব কারচুপির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল । এতে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে আদানি গ্রুপকে । কোম্পানির মার্কেট ক্যাপ ১০০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে । প্রতিক্রিয়া জানিয়ে আদানি গ্রুপ ৪১৩ পৃষ্ঠার একটি প্রতিবেদনে বলেছে যে হিন্ডেনবার্গ রিসার্চের সর্বশেষ প্রতিবেদনটি কোনও নির্দিষ্ট সংস্থার উপর আক্রমণ নয় বরং এটি ভারতের বৃদ্ধি এবং উচ্চাকাঙ্ক্ষার উপর একটি “গণনামূলক আক্রমণ” । এবার হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ ।
হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি লড়ায়ের জন্য আমেরিকান আইনি সংস্থা ওয়াচটেলকে নিয়োগ করেছে আদানি গোষ্ঠী । ওয়াচ টেইল কোম্পানিকে এই সমস্ত বিতর্কিত মামলা লড়ার জন্য খুবই উপযোগী বলে মনে করা হয় । পাশাপাশি লিফটন, রোজেন, কাটজ-এর মতো বড়বঅড় কোম্পানি এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আইনি পরামর্শও নিতে শুরু করেছে ভারতের ওই সংস্থাটি ।।