এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১০ ফেব্রুয়ারী : ভারতের উপস্থিতির কারনে আফগানিস্তান সংক্রান্ত মস্কো নিরাপত্তা বৈঠকে পাকিস্তান অংশ নেয়নি বলে জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ । বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,তার দেশ আফগানিস্তানে শান্তিতে “গঠনমূলকভাবে” অবদান রাখে এমন বৈঠকে অংশ নিতে পারে । তিনি বলেছেন, নয়াদিল্লি তার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠকগুলি ব্যবহার করে । পাকিস্তানের আরেক কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তান সংক্রান্ত যে বৈঠকে ভারত অংশগ্রহণ করে সেখানে তারা অংশ নেবে না।পাকিস্তানের এই সরকারি কর্মকর্তার মতে,নয়াদিল্লি আফগানিস্তানকে এই অঞ্চলে পা রাখার উপায় হিসাবে ব্যবহার করতে পারে এবং তার সীমানার বাইরে তার শক্তি প্রদর্শন করতে পারে ।
প্রসঙ্গত,আফগানিস্তান সংক্রান্ত মস্কো নিরাপত্তা বৈঠকে রাশিয়া, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা অংশগ্রহণ করেছিল । তারা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং এই দেশে একটি নির্বাচিত সরকার গঠনের দাবি জানান । তবে বৈঠকে তালিবানকে আমন্ত্রণ জানানো হয়নি ।।