এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ ফেব্রুয়ারী : সন্ত্রাসবাদের জনক পাকিস্থানের আর্থিক সঙ্কট চরম আকার ধারণ করেছে । দেশে ব্যাপক খাদ্য সঙ্কট দেখা দিয়েছে । এদিকে বিদেশি মূদ্রার ভান্ডার তলানিতে । যার জেরে আগামী কয়েক দিন পর নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে । পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে খাবারের জন্য মানুষ মানুষকে খুন পর্যন্ত করছে । পাকিস্তান সরকার বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি । ঋণের টাকা ফেরতের কোনো সম্ভাবনা দেখতে না পেয়ে কোনও দেশই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । এই ভয়াবহ পরিস্থিতি পাকিস্তান সরকার এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর দিকে।
এদিকে পাকিস্থানের এই আর্থিক সঙ্কট থেকে উত্তরণের অভিনব এক উপায় বাতলে দিল সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক-এর এক সন্ত্রাসবাদী । আমির হাফিজ সাদ হুসেন রিজভি নামে ওই সন্ত্রাসবাদী পাকিস্তান সরকারকে পরামর্শ দিয়েছে, দরজায় দরজায় ভিক্ষা না করে বরঞ্চ ডান হাতে কোরান আর বাম হাতে পরমানু বোমার সুটকেস নিয়ে অন্য দেশকে টাকা দেওয়ার কথা বলুন । তারা ভয়ে টাকা দিতে বাধ্য হবে ।
তেহরিক-ই-লাব্বাইক নেতা হাফিজ সাদ হুসেন রিজভির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
পাকিস্তানি সন্ত্রাসবাদীর বক্তব্য শুনুন 👇
ভিডিওতে ওই জঙ্গিকে পাকিস্তানি সরকারের উদ্দেশ্যে বলতে শোনা গেছে,’পাকিস্থানের অর্থনীতি বাঁচানোর জন্য তোমরা দলবল বেঁধে দেশে দেশে গিয়ে ভিক্ষা করছ । সেনা প্রধানকেও দেশে দেশে ভিক্ষা করতে পাঠাচ্ছ । কেউ তোমাদের দেয়,কেউ দেয় না । কেন যাচ্ছ তোমরা ? তো ওরা বলছে আমাদের দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন হয়েছে । তাই দেশকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি । আমি বলছি তোমরা আমার কাছে এস । এভাবে দল বেঁধে ভিক্ষা করে কোনো লাভ হবে না । শুধু একবার বাইরে যাও । ডান হাতে কোরান আর বাম হাতে পরমানু বোমার সুটকেস নিয়ে যাও । তারপর বলো আমাদের দেশের অর্থনীতি বাঁচানোর জন্য এসেছি । যদি তোমাদের উদ্দেশ্য সফল না হয় তাহলে আমার নাম বদলে দিও ।’
প্রসঙ্গত,বিগত ৪৮ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে পাকিস্তানে । এই অবস্থায় সৌদি আরব, তুরস্কের মত মুসলিম রাষ্ট্রগুলি পাকিস্থান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । ফলে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পাকিস্থানের সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা কাজ করছে । তেহরিক-ই-লাব্বাইক-এর ওই সন্ত্রাসবাদীর এই প্রকার বক্তব্য হতাশারই লক্ষণ বলে মনে করছে অভিজ্ঞমহল ।।