এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৮ ফেব্রুয়ারী : চেচনিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট রমজান কাদিরভ বলেছেন ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার বিজয় নিশ্চিত এবং পশ্চিমি শক্তি রাশিয়ার সামনে নতজানু হয়ে পরাজয় স্বীকার করবে । বুধবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কাদিরভ ভবিষ্যদ্বাণী করেছেন,’চলতি বছরের শেষের দিকে ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে । পশ্চিম রাশিয়ার সামনে নতজানু হবে এবং ইউরোপীয় দেশগুলি রাশিয়ান ফেডারেশনের সাথে সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করতে বাধ্য হবে । এর বাইরে অন্য কোন ফলাফল হবে না এবং হওয়া উচিত নয় ।’
এর আগে কাদিরভ একটি বক্তৃতায় বলেছিলেন,
‘যদি আমরা বিবেচনা করি যে রাশিয়ার শত্রুরা একে অপরের সাথে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ, তাহলে এর অর্থ হল ইউক্রেনের যুদ্ধ হল তৃতীয় বিশ্বযুদ্ধ ।’ কিয়েভের প্রতি সমর্থনের কারণে পোল্যান্ডকে হুমকি দেওয়া উচিত বলেও কাদিরভ মত প্রকাশ করেছিলেন । উল্লেখ্য,চেচনিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট রমজান কাদিরভ পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত । তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানের সমর্থক । চেচনিয়া রাশিয়ার ঘনিষ্ঠ দেশগুলির মধ্যে একটি যাদের সেনাবাহিনী ইউক্রেনে পুতিনকে সমর্থন করার জন্য লড়াই করছে ।।