শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৭ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের সাহাপুর গ্রামে দেবী রক্ষাকালী পূজিত হল প্রাচীন নিমগাছ । প্রতি বছর মাঘ মাসের ২০ তারিখের পর প্রথম মঙ্গলবার এই পূজো হয়ে আসছে । তিন দিন ধরে চলে দেবীর পূজো । ১০০ থেকে ১৫০ ছাগবলি হয় । মেলা বসে । পূজোর দিনগুলিতে আয়োজন করা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের । এদিন মঙ্গলবার শতাব্দী প্রাচীন এই পূজোর প্রথম দিন । গ্রাম্যদেবীর এই পূজো ঘিরে মেতে উঠল সাহাপুর সহ আশপাশের ৮-১০ টি গ্রামের মানুষ ।
গ্রামবাসীরা জানিয়েছেন,এককালে মন্তেশ্বরের জমিদার ছিল চৌধুরী পরিবার । আর জমিদারদের কাছারি বাড়ি ছিল সাহাপুর গ্রামে । ওই জমিদারি আমলেই দেবী রক্ষা কালী পূজোর সূচনা হয় । তবে মূর্তির পরিবর্তে নিম গাছের নিচে বাঁধানো বেদিতে দেবীর পূজো হত । পরবর্তী কালে জমিদারি আমল বিলুপ্ত হলেও এই পূজো বন্ধ হয়নি । পূজো পরিচালনার জন্য গ্রামবাসীরা মিলে একটি কমিটি গঠন করে । তারপর থেকে সেই কমিটিই পূজো পরিচালনা করে আসছে ।
দেখুন ভিডিও
মূলত দানের অর্থেই দেবীর পূজোর খরচখরচা চলে বলে জানিয়েছেন গ্রামবাসী ঝুলন হাজরা,পার্থ দে,গদাধর বাগরা । তাঁরা বলেন, ‘আমারা জন্ম থেকেই এই পূজো দেখে আসছি । ১০০ বছরের অধিক সময় ধরে সাহাপুর গ্রামের রক্ষা কালী পুজো হয়ে আসছে । দেবী খুব জাগ্রতা । আশপাশের গ্রামগুলি ছাড়াও কলকাতা থেকে শ্রদ্ধালুরা পূজো দেখতে আসেন । অনেকে দেবীর কাছে মানত করেন । মনষ্কাকামনা পূরণ হলে দেবীকে ভোগ নিবেদন করেন তাঁরা । পূজোর দিনগুলিতে হাজার হাজার শ্রদ্ধালু সাহাপুর গ্রামে ভিড় জমান । প্রতিটি পরিবারের আত্মীয় স্বজনরা আসে ।।