এইদিন ওয়েবডেস্ক,গুরুগ্রাম(,হরিয়ানা),০৭ ফেব্রুয়ারী : সোমবার সন্ধ্যায় হরিয়ানার গুরগাঁওয়ে পতৌদির মহল্লা বাবরশাহ এলাকার একটি দলিত পরিবারের উপর হামলা চালিয়েছে মুসলিম জনতা । মিডিয়া রিপোর্টে জানা গেছে,সশস্ত্র দুষ্কৃতীদল ওই পরিবারটির বাড়ি লক্ষ্য করে ব্যাপক ইঁটপাটকেল ছুড়েছে । পরিবারটিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে ‘বজরং দলের’ কর্মীরা । বজরং দলের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় । এদিকে মুসলিম জনতার ভয়ে দলিত পরিবারটি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।
রিপোর্ট অনুযায়ী,পতৌদির মহল্লা বাবরশাহ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন পেশায় ঝাড়ুদার রাকেশ নামে এক দলিত সম্প্রদায়ের ব্যক্তি । রাকেশের ১৫ বছর বয়সী ছেলেটিকে বেশ কিছুদিন ধরে মুসলিম সম্প্রদায়ের লোকজন হয়রানি করছিল বলে অভিযোগ । রাকেশের অভিযোগ,রাস্তা দিয়ে বের হলেই তার ছেলেকে স্থানীয় মুসলিমরা ঘিরে ধরে গালাগালি করে এবং গায়ে থুতু দেয় । এই উদ্বেগের কারণে, তিনি বিগত এক সপ্তাহ বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন । কিশোরের মায়ের অভিযোয়, কিছু দুর্বৃত্ত তাকেও অনেক দিন ধরে হয়রানি করছে । সেই কারনে পরিবারের লোকেরা এই বিষয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন । কিন্তু স্থানীয় মুসলিমরা সেই অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিত । এদিকে পুলিশও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছিল না বলে অভিযোগ তুলেছে পরিবারটি ।
জানা গেছে,পুলিশের প্রতি হতাশ হয়ে রাকেশ রেওয়াড়িতে বসবাসকারী কয়েকজন পরিচিতকে ফোন করে বিষয়টি জানান । সেখান থেকেই খবর দেওয়া হয় বজরং দলের লোকজনকে । এরপর সোমবার রাত্রি ৯ টা নাগাদ রেওয়ারি ও গুরুগ্রামের কয়েজজন বজরং দলের কর্মী নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের খোঁজ খবর নিতে গিয়েছিল । আর তখনই প্রায় ২৫০ জন মুসলিম জনতার দল রাকেশের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ।পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগের পাশাপাশি গুলিও চালায় দুষ্কৃতীরা । দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে । তাকে পার্শ্ববর্তী হাসপাতালে থেকে গুরুগ্রামে স্থানান্তরিত করা হয়েছে ।
রিপোর্ট অনুযায়ী,গুরগাঁওয়ে পতৌদির মহল্লা বাবরশাহ এলাকার বাসিন্দা এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে । আর ওই মামলার স্বাক্ষী হল রাকেশ । তার জেরে রাকেশের পরিবারের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকজন । এর আগে ২০২১ সালে ৫ ডিসেম্বরেও রাকেশের বাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল । রাকেশের পরিবারের ওপর এযাবৎ ৩ থেকে ৪ বার হামলা চালিয়েছে মুসলিম জনতা । কিন্তু পুলিশ সন্তোষজনক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠছে ।।