এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৭ ফেব্রুয়ারী : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবি নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে দেশ জুড়ে । বিশেষ করে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরে ছবির ‘বেশরম রঙ’ নামে একটি গানে অভিনয় করা নিয়ে ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলি । গেরুয়া রঙের অবমাননার অভিযোগ তুলে ছবিটি বয়কটের ডাক দিয়েছিল বিভিন্ন সংগঠনগুলি । এবার ‘পাঠান’ ছবি বয়কটকারীদের সরাসরি ‘কুকুর’ বলে আক্রমণ করলেন দক্ষিনি সিনেমার ভিলেন প্রকাশ রাজ ।
কেরালার তিরুবনন্তপুরমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ রাজ বলেন,’মূর্খ ও ধর্মান্ধরা পাঠানকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা মোদি সিনেমার জন্য ৩০ কোটি টাকা সংগ্রহ করতে পারেনি । তারা ঘেউ ঘেউ করে কামড়ায় না । শুধু শব্দ দূষণ ।’ সেই সঙ্গে তিনি বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ‘প্রোপাগান্ডা ছবি’ বলে মন্তব্য করেছেন । প্রকাশ রাজ বলেছেন,”কাশ্মীর ফাইলস’ একটি ফালতু মুভি। আপনি জানেন কে এটি তৈরি করেছে ? একটি আন্তর্জাতিক জুরি ছবিটি নির্বাচন করেছে। আমাদের ছবিটি কেন অস্কার পাচ্ছে না, তা প্রশ্ন করছেন এই ছবির পরিচালক। এখানে আপনি প্রোপাগান্ডা ছবি করতে পারেন, এই ধরনের সিনেমা নির্মাণে তারা ২০০০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু জনতা সব সময় বোকা বানানো যায় না ।’ প্রকাশ রাজ দাবি করেন,বয়কট ট্রেন্ড সত্ত্বেও ‘পাঠান’ ছবি এযাবৎ ৭০০ কোটি টাকা আয় করেছে।।