প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ ফেব্রুয়ারি : ফের গুলি চালানোর ঘটনা ঘটলো বাংলায়। উত্তর ২৪ পরগনার হাবরায় মামার বাড়ি বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা দুই ভাই। তাঁদের নাম শ্রীমান দাস ওরফে মনি ও শুকদেব দাস।হাতে গুলি লেগেছে শ্রীমানের আর সুখদেব দাসের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে বলে পরিবারের দাবি।চিকিৎসার জন্য দুই ভাইকে প্রথম নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে।শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই ভাইকে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্তানদের কথা ভেবে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
আউশগ্রামের ভালকি গ্রামে বাড়ি শ্রীমান ও শুকদেবের । এই দু’ভাই চেন্নাইতে নির্মাণ শ্রমিকের কাজ করে।কিছুদিনে ছুটিতে তাঁরা নিজেডের বাড়িতে এসেছে।তাঁদের মামার বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরা থানার জিওলডাঙ্গা গ্রামে।সেখানে যাবার জন্য বুধবার দুই ভাই ভালকি গ্রামের বাড়ি থেকে রওনা হয়।শ্রীমানের কাকা ছিদাম দাস সোমবার জানান,প্রথমে দুজনেই শ্রীমানের শ্বশুর বাড়ি হালিশহরে যায়।সেখান থেকে বৃহস্পতিবার তাঁরা মামার বাড়ি হাবরার জিওলডাঙ্গা যায় । রবিবার রাত আটটা নাগাদ দুই ভাই মামার বাড়ির পাশের পাড়ায় মাসির বাড়ি যাচ্ছিল । পথে স্থানীয় নবোদয় ক্লাবের কাছে তারা দুস্কৃতিদের কবলে পড়ে আক্রান্ত হয়। দুস্কৃতিরা গুলি চালিয়ে শ্রীমান ও শুকদেবকে জখম করার পাশাপাশি হেলমেট দিয়ে মেরে শুকদেবের মাথাও ফাটিয়ে দেয় । শুখদেবের মোবাই ফোনটিও দুস্কৃতিরা কেড়ে নিয়ে চম্পট দেয়। দুজনেই এখন কলকাতার নীলরতন সরকার হাসপাতালের পাশে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে বলে ছিদাম দাস জানিয়েছেন।
মনি দাসের মা রূপাদেবী বলেন,কি করে যে কি হয়ে গেল।তা বুঝতে পারছি না। এখন দুই ভাইয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দুশ্চিন্তায় রয়েছেন বলে রুপাদেবী জানিয়েছেন ।।