এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,০৬ ফেব্রুয়ারী : সোমবার দক্ষিণ তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলে অন্তত ৫৬৮ জন নিহত হয়েছে ৷ আহত হয়েছে প্রায় ৪৪০ জন । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । কারন বহু ঘরবাড়ি ধূলিস্যাৎ হয়ে গেছে ।তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের মালতয়া প্রদেশে অন্তত ১৩০টি ভবন ধসে পড়েছে, আর দিয়ারবাকিরে ১৬টি ভবন ধসে পড়েছে । ফলে ধ্বংস স্তুপের মধ্যে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে বলে অনুমান করছে তুর্কি কর্তৃপক্ষ ।অন্যদিকে উত্তর সিরিয়ায় অন্তত ২৩৭ জন নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আলেপ্পোতে বেশ কয়েকটি ভবন ধ্বসে গেছে । কম্পন এতটাই শক্তিশালী ছিল যে লেবানন এবং সাইপ্রাসের মতো দূরবর্তী রাষ্ট্র গুলিতেও কম্পন অনুভূত হয়েছিল ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, আজ সোমবার মধ্যরাতে দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি কেন্দ্রীভূত হয়েছিল । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ । তার কয়েক মিনিট পরে মধ্য তুরস্কে ৯.৯ কিলোমিটার গভীরে আফটার শক অনুভুত হয় । ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহায়তার জন্য তুর্কি কর্তৃপক্ষ একটি ‘লেভেল ৪ অ্যালার্ম’ ঘোষণা করেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রকাশ করেছেন এবং তুরস্ককে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন ।।