এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ ফেব্রুয়ারী : ভারতের জাতীয় কংগ্রেসের ‘পাকিস্তান প্রেম’ কারোর অজানা নয় । প্রাক্তন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার পাকিস্থানে গিয়ে আবেদন জানিয়েছিলেন ‘বিজেপিকে সরিয়ে আমাদের ক্ষমতায় আনুন’ বলে ।এবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুরের গলাতেও পাকিস্থান প্রেমের সুর শোনা গেল ৷ রবিবার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে শোক প্রকাশ করে শশী থারুর টুইট করেছেন, ‘পারভেজ মুশারফ প্রাক্তন পাকিস্তানের রাষ্ট্রপতি, বিরল রোগে মারা গেছেন । এক সময়ের ভারতের কট্টর শত্রু ঠিকই তবে তিনি ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে শান্তির জন্য একটি প্রকৃত শক্তি ছিলেন ।’ এদিকে থারুরের টুইটের জন্য কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি ।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা থারুরের টুইট ট্যাগ করে লিখেছেন,’পারভেজ মোশারফ, কার্গিলের স্থপতি, স্বৈরশাসক, জঘন্য অপরাধের অভিযুক্ত । তালিবান এবং ওসামাকে ‘ভাই’ এবং ‘নায়ক’ বলে অভিনন্দন জানায় । যার নিজের দেশই মৃতদেহ ফিরিয়ে নিতে অস্বীকার করে । সৈন্যরা, অবাক হচ্ছেন? কংগ্রেস পাকিস্তানের ধ্যানে মগ্ন !’
গণমাধ্যমের খবর অনুযায়ী,রবিবার দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন পারভেজ মুশারফ ।।