দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ ফেব্রুয়ারী : আবাস যোজনা,একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দূর্নীতির অভিযোগ তুলছে বিজেপি ও রাজ্যের অনান্য বিরোধী দলগুলি । কিছুদিন যাবৎ কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে রাজ্যের পঞ্চায়েতগুলিতে ঘুরে ঘুরে বিভিন্ন প্রকল্পের কাজের হিসাব নিকেশ খতিয়ে দেখছেন । রবিবার দুই সদস্যের প্রতিনিধি দলের একজন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের পাণ্ডুগ্রাম পঞ্চায়েত এবং অন্যজন মুড়গ্রাম- গোপালপুর পঞ্চায়েত পরিদর্শন করেন । তাঁরা আবাস যোজনা,১০০ দিনের কাজ প্রকল্প, বার্ধক্যভাতা প্রভৃতি প্রকল্পে কয়েকজন উপভোক্তার নাম চিহ্নিত করে তাদের ডেকে পাঠান ৷ উপভোক্তারা এলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা মুখোমুখি কথা বলে জানতে তারা আদপেই কোনো সুবিধা পেয়েছেন কিনা । পাশাপাশি উপভোক্তাদের ব্যাঙ্কের পাশবই খুঁটিয়ে দেখেন তাঁরা ।
পরে প্রতিনিধিদলের অন্যতন সদস্য অম্বুজ মহাপাত্র স্থানীয় বিডিওকে সঙ্গে নিয়ে কেতুগ্রামের শান্তিনগর গ্রামে বালাপোশ হাব পরিদর্শন করেন । স্বনির্ভর গোষ্ঠীর যেসব মহিলারা বালাপোশ তৈরির কাজ করছিলেন তাদের কাজ খুঁটিয়ে দেখেন ওই কেন্দ্রীয় আধিকারিক ৷ গোষ্ঠীর মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন । সুবিধা অসুবিধার কথা শোনেন । বিভিন্ন পরামর্শও দিতে দেখা যায় তাঁকে ।পাশাপাশি তিনি বালাপোশ হাবের পাশে মহিলাদের জন্য একটি শৌচালয় নির্মান করে দেওয়ার জন্য বিডিওকে নির্দেশ দেন । তবে বালাপোশ হাব দেখে ভূয়সী প্রশংসা করেন অম্বুজ মহাপাত্র ।
উল্লেখ্য,কেতুগ্রামের শান্তিনগর গ্রামের প্রচুর মহিলা বালাপোশ তৈরি শিল্পের সঙ্গে যুক্ত । এখানকার তৈরি বালাপোশের যথেষ্ট সুখ্যাতি আছে । এই শিল্পের উন্নয়নের জন্য ১০০ দিনের কাজপ্রকল্পে সাড়ে ৯ লক্ষ টাকা ব্যয়ে গ্রামে বালাপোশ হাব তৈরি করে দিয়েছে রাজ্য সরকার ৷ যে কারনে উপকৃত হচ্ছেন শিল্পের সাথে যুক্ত শান্তিনগর গ্রামের মহিলারা ।।