এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৪ ফেব্রুয়ারী : নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গুরুতর শ্বাসকষ্টে ভুগছিল একটি তিন মাস বয়সী শিশুকন্যা । আর রোগ সারাতে শিশুটির পেটে গরম লোহার রড দিয়ে ৫১ বার ছ্যাঁকা দেওয়া হল । সেই অত্যাচার সহ্য করতে না পেরে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে । তাকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুধের শিশুটির । এমনই অন্ধ কুসংস্কারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত শাদোল জেলায় । মৃত্যুর পর পরিবারের লোকজন শিশুটির মৃতদেহ কবর দিয়ে দেয় । পরে খবর পেয়ে শিশুর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠায় প্রশাসন ।
শাদোল জেলা কালেক্টর বন্দনা বৈধ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির চিকিৎসা না করে পেটে গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়েছিল । এভাবে গরম লোহার রড দিয়ে চিকিৎসার পর শিশুটির স্বাস্থ্যের অবনতি হয় । নিঃশ্বাসের গতি কমে গেল সঙ্গে সঙ্গে তাকে শাহদোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু বুধবার রাতে তার মৃত্যু হয় । তিনি আরও জানান,শিশুর পেটে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া মহিলাকে গ্রেফতার করা হয়েছে । বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে । প্রসঙ্গত, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে নিউমোনিয়ার “চিকিৎসা” করার জন্য গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া সহ অনান্য রোগের ক্ষেত্রে একাধিক টোটকা প্রচলিত আছে । আদিবাসীদের এই প্রবণতা রোধ করতে লাগাতার সচেতনতা মূলক প্রচার ও শিক্ষার উপর জোর দেওয়া দরকার বলে মনে করছেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন কর্মকর্তারা ।।