এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৪ ফেব্রুয়ারী : তালিবান ও আইএসআইএসের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন আফগানিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আলী আহমদ জালালি । সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডক্টর জালালী বলেছেন,’এই অঞ্চলের কিছু দেশ তালিবানকে আইএসআইএস দমনের জন্য একটি ভালো হাতিয়ার বলে মনে করে । তাহলে তালিবান ও আইএসআইএসের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায় ?’
তিনি বলেন,’তালিবানরা তাদের কর্মকাণ্ডের কারণে দিন দিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে । প্রথম ধাপে দেড় বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও এই গোষ্ঠীর সার্বভৌমত্ব আনুষ্ঠানিকভাবে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি । দেশগুলো একে সার্বভৌম সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবেই স্বীকৃতি দেয় ।’
আলী আহমদ জালালি বলেন, ‘তালিবানরা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাতার শান্তি চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য এবং এটি ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না ।’
পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেছেন,’তালিবানের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীগুলি ভবিষ্যতের আন্তর্জাতিক সমর্থন পাবে । আমেরিকা এবং অন্যান্য দেশে এ নিয়ে আলোচনা চলছে ।’।