এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৪ ফেব্রুয়ারী : আমেরিকার আকাশে চীনা গুপ্তচর বেলুন ঘোরাঘুরি করায় চীন সফর বাতিল করেছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন । রবিবার এই সফর শুরু হওয়ার কথা ছিল । কিন্তু একটি চীনা গুপ্তচর বেলুন কয়েক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে ভেসে বেড়ানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন । যুক্তরাষ্ট্র ওই ঘটনাকে তার দেশের সার্বভৌমত্বের ‘অগ্রহণযোগ্য’ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে । অন্যদিকে চীন ওই বেলুনটিকে আবহাওয়া গবেষণার কাজে ব্যবহৃত বেসামরিক আকাশযান হিসেবে অভিহিত করে বলেছে,সীমিত স্ব-নিয়ন্ত্রণ সক্ষমতার কারণে এটি তার পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে সরে গেছে । যদিও চীনের এই দাবির উপর আস্থা রাখেনি আমেরিকা ।
প্রসঙ্গত,বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে । বাণিজ্য সমস্যা, তাইওয়ানের মর্যাদা, দক্ষিণ চীন সাগরে চীনের উপস্থিতি, ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান চীনা প্রভাব দমনে মার্কিন উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছে । তারই মাঝে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দেওয়ায় চীনের উপর বেজায় চটেছে আমেরিকা । আর দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্যই ব্লিনকেনের চীন সফরের কথা ছিল । কিন্তু ‘চীনা গুপ্তচর বেলুন’ বিতর্কের কারনে মার্কিন বিদেশমন্ত্রীর সফর স্থগিত করে দেওয়া হয়েছে । মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্লিনকেনের সফর স্থগিত করার কথা ঘোষণা করে জানিয়েছেন, দুই দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা ‘যৌক্তিক পর্যায়ে ব্যবস্থাপনার’ করার জন্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে ।।