এইদিন ওয়েবডেস্ক, গুয়াহাটি, ০৪ ফেব্রুয়ারী :বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল আসামে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার । শুক্রবার বিকেল পর্যন্ত রাজ্যব্যাপী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২,০৪৪ জনকে । পুলিশের ডিজিপি জিপি সিং বলেছেন,শুধু বাল্যবিবাহে জড়িত শিশুদের পরিবারই নয়, এই বিয়ে পরিচালনাকারী ৫১ জন পুরোহিত ও কাজীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। কোনো কোনো ঘটনায় পরিবারের সদস্য, স্থানীয় শিশু কল্যাণ সমিতির কাছ থেকে পুলিশ খবর পেয়ে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করে । রাজ্য সরকার জোর দিয়ে বলেছে যে অভিযানটি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে পরিচালিত হয়নি ।
জানা গেছে,শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আসামের বিশ্বনাথ জেলায় সর্বোচ্চ ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধুবড়িতে গ্রেপ্তার করা হয়েছে ১২৬ জনকে । বাক্সা জেলায় ১২০ জন, বারপেটাতে ১১৪ জন এবং কোকরাজ হারে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । মোট আট হাজার আসামিকে চিহ্নিত করা হয়েছে বলে খবর । তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মাত্র ২,০৪৪ জনকে । আগামী দু’দিনের মধ্যেই এই অভিযান সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন ডিজিপি জিপি সিং ।
মুখ্যমন্ত্রী নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,’আসামের ৩১.৮ শতাংশ মেয়ের বয়সের আগেই বিয়ে হয়ে যায় । ওই সমস্ত ক্ষেত্রে বাল্যবিবাহে বাধ্যকারী পুরুষদের কঠোর শাস্তি দেবে সরকার ।’ মুখ্যমন্ত্রী আসামের জনগণকে সামাজিক আন্দোলনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ।।