এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৩ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশ বিধানসভা পরিষদের (Legislative Council) দ্বিবার্ষিক নির্বাচনে যোগী ঝড়ে উড়ে গেল রাজ্যের প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি(এসপি) । ক্ষমতাসীন বিজেপি পাঁচটি আসনের মধ্যে চারটিতে জিতেছে। একটি আসনে নির্দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি সবকটি আসনেই শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে ।
গত ৩০ জানুয়ারি তিনটি স্নাতক আসন ও দুটি শিক্ষক নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজেপির জয়পাল সিং (বারেলি-মোরাদাবাদ বিভাগ), অরুণ পাঠক (উন্নাও-কানপুর বিভাগ) এবং দেবেন্দ্র পাঠক (গোরখপুর-ফৈজাবাদ বিভাগ) জয়ী হয়েছেন । জয়পাল সিং স্নাতক আসনের বরেলি-মোরাদাবাদ বিভাগে টানা তৃতীয়বারের মতো জিতে হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন । স্নাতক আসনগুলির মধ্যে বিজেপির অরুণ পাঠক কানপুর-উন্নাও থেকে তৃতীয়বারের মতো ৫৩,১৮৫ ভোটে জয়ী হয়েছেন । বিজেপির বাবুলাল তিওয়ারি ঝাঁসি-এলাহাবাদ বিভাগের শিক্ষক কেন্দ্রে জয়ী হয়েছেন। কিন্তু কানপুর বিভাগের শিক্ষক কেন্দ্রে নির্দল প্রার্থী রাজ বাহাদুর চন্দেলের বিরুদ্ধে হেরেছে বিজেপি ।।