এইদিন ওয়েবডেস্ক,মুজাফরনগর,০৩ ফেব্রুয়ারী : দেখতে দেখতে ২০ টা বসন্ত পেরিয়ে গেছে । কিন্তু বয়স বাড়লেও উচ্চতা সেই ৩ ফুটেই থমকে আছে । এদিকে বিয়ে করার প্রবল ইচ্ছা । কিন্তু উচ্চতার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না । শেষ পর্যন্ত সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের মুজফরনগরের খাতৌলি কোতোয়ালি এলাকার ঢাকান চকের বাসিন্দা দানিশ দিব্যাং(Danish Dibang) । কোতোয়ালিতে পৌঁছে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে থানায় একটি চিঠি দিয়ে গেছেন ।
চিঠিতে দানিশ লিখেছেন-স্যার,আমার ৫-৭ বছর বয়স পর্যন্ত উচ্চতা মোটামুটি ঠিকঠাকই বাড়ছিল । কিন্তু তারপর থেকে বয়স বাড়লেও আমার আর উচ্চতা বাড়েনি । সেই ৩ ফুটেই থমকে আছে । এদিকে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে । আমি ও আমার পরিবার হন্যে হয়ে মেয়ে খুঁজেছি । কিন্তু আমার যোগ্য কোনো মেয়ের সন্ধান আজ পর্যন্ত পাইনি । আপনি সবার সমস্যার সমাধান করেন । আমার এই সমস্যার সমাধান করে দিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ।’
জানা গেছে,চার ভাইবোনের মধ্যে সবার ছোট দানিশ । একটা কাপড়ের দোকান আছে তার । মোটামুটি স্বচ্ছল পরিবার । অনান্য ভাইবোনেরা স্বাভাবিক উচ্চতার এবং সকলেই বিবাহিত । শুধু উচ্চতার কারনে দানিশের বিয়ে হয়নি । তবে শুধু বিয়ের ব্যবস্থা করাই নয়,বরঞ্চ তাকে সক্রিয় রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়ার জন্য যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছেন দানিশ । দানিশ জানান, এবার তিনি তাদের ৯ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান । তবে দানিশের চিঠি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত গেছে কিনা তা জানা যায়নি । এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা কিছু বলেননি ।।