এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৩ ফেব্রুয়ারী : দেশের সংখ্যাগুরু মুসলিম সমাজের পাশবিক অত্যাচার । প্রতিনিয়ত খুন, ধর্ষণ, মারধর, ভাঙচুর, লুটপাট, ধর্মীয়স্থল অপবিত্র করার মত ঘটলেও ন্যায় বিচার থেকে বঞ্চিত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ । দেশের সরকার বা শাসনযন্ত্র সব কিছু জেনে বুঝেও নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে । এতদিন প্রাণের ভয়ে সুসংগঠিত আন্দোলন করতে পারেনি সংখ্যালঘু হিন্দুরা । কিন্তু এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে । তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে সরকারের কাছে বিভিন্ন দাবি জানাতে রাজধানী ঢাকায় মহা সম্মেলনের আয়োজন করতে চলেছে বাংলাদেশের হিন্দু মহাজোট । শনিবার (০৪ ফেব্রুয়ারী ২০২৩) এই সম্মেলনটি আয়োজিত হতে চলেছে রাজধানী ঢাকার গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে । চলবে সকাল ৮ থেকে দিনভর । সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক । গোবিন্দবাবু বলেন,’বাংলাদেশের সরকারের কাছে আমাদের মূলত তিনটি দাবি আছে । প্রথমত,জাতীয় সংসদে সংখ্যালঘুদের আসন সংরক্ষণ । দ্বিতীয়ত,পৃথক নির্বাচন ব্যবস্থা এবং তৃতীয় দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন । ওই দিন দুই দেশের নেতৃত্বের উপস্থিতিতে আমরা ওই দাবিগুলি উত্থাপন করবো ।’ তিনি আরও বলেন,’আমরা বিগত ৩০ বছর যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছি । কিন্তু এযাবৎ আমাদের কোনো দাবিই পূরণ হয়নি । এই মহাসম্মেলনকে বাংলাদেশের হিন্দুদের কাছে একটা টার্নিং পয়েন্ট ৷ কারন সামনেই দেশের সাধারণ নির্বাচন । আমরা যদি ফের আমাদের দাবি সমবেতভাবে উত্থাপন করি তাহলে আগামী নির্বাচনের আগে সরকার মানতে বাধ্য হবে৷ এছাড়া অনান্য রাজনৈতিক দলগুলি এর উপর ভিত্তি করে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারবে ৷’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,’যদি ওই তিন দাবিপূরণ না হয় তাহলে হিন্দুরা নুতন করে চিন্তাভাবনা করবে ।’ তিনি দেশের হিন্দুদের কাছে আহ্বান জানান,তারা যেন সম্মেলনের আগের দিনেই ঢাকায় পৌঁছে যান ।।