এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ ফেব্রুয়ারী : সন্ত্রাসবাদের জনক পাকিস্তানে নিত্যদিন ঘটছে সন্ত্রাসবাদী হামলার ঘটনা । নিজের স্বার্থে যে তালিবানের উত্থানে বড় ভূমিকা নিয়েছিল পাকিস্থান, আজ সেই সন্ত্রাসবাদী সংগঠনের শাখা তেহেরিক-এ- তালিবান পাকিস্থানের জন্য কার্যত রাতের ঘুম উড়ে গেছে দেশটির সরকারের । সম্প্রতি পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলার শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে । আহত হয়েছে বহু মানুষ । যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি । এদিকে পেশোয়ারের ওই হামলার তিন দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ থেকে সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন । বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন,’আমাদের জনগণের সমর্থনে আমরা সন্ত্রাসীদের দমন করব এবং তাদের আমাদের ভূমি থেকে তাড়িয়ে দেব ।’ পাশাপাশি পেশোয়ার শহরে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখানো দেশগুলোকে ধন্যবাদ জানান শরীফ । তবে তীব্র আর্থিক সঙ্কটে ভোগা পাকিস্থানের পক্ষে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে ।
এদিকে পেশোয়ারের মসজিদে হামলার ঘটনার পর তালিবান ও পাকিস্তান সরকারের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করে অভিযোগ করা হয়েছে,পেশোয়ারের এই মসজিদে হামলার পরিকল্পনা আফগানিস্তানের ভূখণ্ড থেকে করা হয়েছিল । অন্যদিকে তালিবানের বিদেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান আমির খান মুত্তাকি এর জবাব দিয়েছেন,’আপনার ছাদ থেকে অন্যের বাড়ির ছাদে নোংরা ফেলবেন না । আপনাদের দেশের আভ্যন্তরীন সমস্যার সমাধান আপনার নিজেরাই করুন ।’।