এইদিন ওয়েবডেস্ক,কোট্টায়াম (কেরল),০২ ফেব্রুয়ারী : মেয়ে হয়ে জন্ম নেওয়া সাহাদ ছেলেতে রুপান্তরিত হয়েছিলেন । আর তার ভালোবাসার মানুষ জিয়া ছেলে হয়ে মেয়ে রুপান্তরিত হন । বর্তমানে গর্ভবস্থায় সাহাদ । ভারতের প্রথম ট্রান্সম্যান বাবা হতে চলেছেন তিনি । ঘটনাটি কেরালার কোঝিকোড়ের । সিয়া একজন নৃত্যশিল্পী । সাহাদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসাবে কর্মরত । সাহাদ বলেন,’প্রথম দিকে আমার দ্বিধা ছিল । লোকে কী বলবে তা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম । এছাড়াও একবার পরিত্যক্ত হয়ে গেলে নারীত্বে ফিরে আসা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । কিন্তু সিয়ার ভালোবাসা এবং মা হওয়ার অদম্য ইচ্ছা আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ট্রান্সজেন্ডার দম্পতি কোনো শিশুকে দত্তক নেওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু আইনি প্রক্রিয়াটি হিজড়া দম্পতির জন্য চ্যালেঞ্জিং ছিল । পরিশেষে তাঁরা সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন । পুরুষ হয়েও সাহাদ-এর গর্ভবতী হওয়ার চিন্তা মাথায় আসে । কোঝিকোড় মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়ার পর ট্রান্সজেন্ডার দম্পতির রুপান্তরের প্রক্রিয়া শুরু হয় । কিন্তু সাহাদ-এর মহিলা থেকে পুরুষে রূপান্তরের অংশ হিসাবে স্তনগুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও জরায়ু ইত্যাদি পরিবর্তন হয়নি । জানা গেছে,সন্তান প্রসবের সময় দেওয়া হয়েছে আগামী ৪ মার্চ । মিল্ক ব্যাংকের মাধ্যমে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।।