এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ জানুয়ারী : কলেজিয়াম, বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । বোম্বে বার অ্যাসোসিয়েশনের দায়ের করা ওই মামলায় দাবি করা হয়েছে ধনকর এবং রিজিজুর আচরণ জনসমক্ষে সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ন করেছে । সাম্প্রতিক মাসগুলিতে কলেজিয়াম পদ্ধতি নিয়ে সুপ্রীম কোর্ট ও কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন চলছে । বিচারক নিয়োগে কলেজিয়াম পদ্ধতির স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু । জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরও ।
অ্যাসোসিয়েশন তাদের আবেদনে বলেছে,’ভাইস প্রেসিডেন্ট এবং আইনমন্ত্রী কলেজিয়াম সিস্টেমের পাশাপাশি মৌলিক কাঠামোর মতবাদকে প্রকাশ্যে পাবলিক প্ল্যাটফর্মে আক্রমণ করছেন ।’ তারা ধনকর এবং রিজিজুকে লক্ষ্য করে বলেছেন,’সাংবিধানিক পদে অধিষ্ঠিত উত্তরদাতাদের এই ধরনের অপ্রীতিকর আচরণ জনসাধারণের চোখে সুপ্রিম কোর্টের মহিমাকে ক্ষুন্ন করছে ।’ যদিও তাদের এই আবেদনটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি বলে জানা গেছে ।।