এইদিন ওয়েবডেস্ক,ব্রাসেলস,০২ ফেব্রুয়ারী : ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের শুমান মেট্রো স্টেশনে গণ ছুরিকাঘাত চালিয়েছে বছর ত্রিশের এক মুসলিম যুবক । ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হয়েছে । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । সংবাদ মাধ্যম ইউরোনিউজ জানিয়েছে হামলার ঘটনাটি ঘটেছে গত ৩০ জানুয়ারী সন্ধ্যা ৫.৪৮ নাগাদ । শহরের ইউরোপীয় কমিশন সদর দফতরের ঠিক নীচে রয়েছে ওই মেট্রো স্টেশনটি । হামলাকারী মুসলিম যুবক ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিতে দিতে একটি মেট্রো কারের ভেতরে একজন মহিলাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে এবং বাকি যাত্রীদের বেরিয়ে যেতে বলে । কিন্তু পাশ থেকে বেলজিয়াম এক ব্যক্তি ‘মেরি ক্রিসমাস’ বলে চিৎকার করলে ওই মুসলিম যুবক আরও দু’জনের উপর ছুরি দিয়ে হামলা চালায় ।
ঘটনার পর শুমান মেট্রো স্টেশনে দুটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয় । পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং হামলাকারী যুবককে গ্রেফতার করা হয় । শহরের পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি এসটিআইবি-এমআইভিবি নিশ্চিত করেছে যে ঘটনার পর স্টেশনটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । ব্রাসেলস পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, এই ঘটনায় সন্ত্রাসবাদের সঙ্গে কোনো যোগসূত্র নেই । ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ “অপরাধীকে দ্রুত গ্রেফতার” করার জন্য টুইটারে জরুরি পরিষেবার প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন ।।