এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০২ জানুয়ারী : ‘আফগান জনগণের প্রতি বেশি আদিখ্যেতা না দেখিয়ে বরঞ্চ বিশ্বের উচিত মানবতার প্রতি সম্মান দেখিয়ে আফগানিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া’- এমনই মন্তব্য করেছে আফগানিস্তানে মানবিক সঙ্কট সৃষ্টিকারী সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । তালিবানের অভ্যন্তরীণ বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বুধবার কাবুলে মাদকাসক্তদের জন্য ৫,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই কথা বলেছেন ।
তার কথায়,’বেশি বিধিনিষেধ চাপিয়ে মানুষকে আঘাত করা উচিত নয় বরং মানবতার প্রতি সম্মান দেখিয়ে বিশ্বের উচিত আফগানিস্তানকে আর্থিকভাবে সহায়তা করা ।’ তিনি দাবি করেছেন বিগত এক বছরের শাসনকালে তালিবানরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে । সেই কারনে বিশ্ব এখন এই গোষ্ঠীর সাথে যোগাযোগ করার অজুহাত খুঁজছে । তার আফসোস,জাতীয় নিরাপত্তা বিধান এবং মাদক চাষে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিশ্ববাসীর কাছে তা প্রশংসিত হয়নি ।
সিরাজুদ্দিন হাক্কানির পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মোতাগি । তিনি পেশোয়ারে বোমা বিস্ফোরণের বিষয়ে বলেছেন,’পাকিস্তানের উচিত দুদিন আগে পেশোয়ার শহরের একটি মসজিদে হামলার বিস্তারিত তদন্ত করা এবং এর জন্য আফগান তালিবানকে দায়ী করা উচিত নয় । আমি পাকিস্তানের মাননীয় মন্ত্রীদের অনুরোধ করবো অন্যের ছাদে ঢিল ছুড়বেন না । আগে আপনাদের নিজের বাড়ির সমস্যার প্রতি নজর দিন ।’ পেশোয়ারে সাম্প্রতিক বিস্ফোরণে ধ্বংসের প্রকৃতি উল্লেখ করে মোতাগি বলেছেন,একটি আত্মঘাতী বোমা হামলাকারী বা ভেস্ট এমন স্তরের ধ্বংস ঘটাতে পারে না । আত্মঘাতী বোমা হামলাকারী বা একটি ভেস্ট বা একটি ছোট বোমা বা একটি ব্যারেলের পক্ষে এতটা ধ্বংস করা সম্ভব নয় ।মসজিদের ছাদ ধ্বংস করার মত বোমা বিগত ২০ বছরে আমরা দেখিনি । বিষয়টি নিয়ে পাকিস্তানের গবেষণা করা উচিত । আফগানিস্তানকে অযথা দোষারোপ করা উচিত নয় ।’।