এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ ফেব্রুয়ারী : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ তুললেন তাঁর ধর্মান্তরিত স্ত্রী আলিয়া সিদ্দিকী ওরফে অঞ্জনা কিশোর পান্ডে । শুধু তাইই নয়,নওয়াজউদ্দিন সিদ্দিকীর ৩ ভাই মিনহাজুদ্দিন, ফৈজুদ্দিন, আয়াজুদ্দিনের বিরুদ্ধেও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি । ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া সিদ্দিকী লিখেছেন,’শ্বশুরবাড়িতে গত সাত দিন ধরে তাঁকে চূড়ান্ত নির্যাতনের শিকার হতে হচ্ছে । ঘর থেকে বের করে দেওয়া হয়েছে । বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে তিনি বাড়ির একটি হলঘরে কাটাচ্ছেন । তাতেও শশুরবাড়ির লোকজন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে । আর সব হচ্ছে তার স্বামী নওয়াজউদ্দিন সিদ্দিকীর মদতে ।’
তার আরও অভিযোগ,তিনি আইনের আশ্রয় নিতে চাইলে তার আইনজীবীকে বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না ।’ আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী টুইটারে পোস্ট করেছেন,’আমার মক্কেলদের অধিকার রক্ষায় কোন পুলিশ অফিসার এগিয়ে আসেনি । পরিবর্তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর নিরাপত্তারক্ষীরা আমার ক্লায়েন্টকে গার্হস্থ্য সহিংসতার জন্য এবং এফআইআর বাতিল করার জন্য আদালতের কাগজপত্রে স্বাক্ষর করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিল ।’
তিনি মুম্বাই পুলিশকে ট্যাগ করে লিখেছেন, ‘আমার ক্লায়েন্ট আলিয়া সিদ্দিকীর সাথে দেখা করতে এবং আদালতের কার্যক্রমের জন্য তার স্বাক্ষর নেওয়ার জন্য পুলিশ সহায়তার অনুরোধ করেছিলেন। ভারসোভা থানার এসআই সাহায্য প্রত্যাখ্যান করেন । আমি সাহায্য ছাড়াই ৩০ মিনিটের মধ্যে তার সাথে দেখা করব। আশা করছি সবকিছু শান্তিপূর্ণ হবে ।’ অন্য আর একটা টুইটে আলিয়ার আইনজীবী লিখেছেন,’আমার ক্লায়েন্টের জীবন বিপন্ন বলে মনে হচ্ছে। তিনি পুলিশের উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছেন। রাজ্য সরকার কি কিছু পদক্ষেপ নেবে এবং আদালতে যাওয়ার বিষয়ে কিছু কি আশ্বাস দেবে । মুম্বাইয়ে জঙ্গলরাজ চলতে পারে না ।’
প্রসঙ্গত,আলিয়া সিদ্দিকীর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের এক হিন্দু পরিবারে । বিয়ের আগে তার নাম ছিল অঞ্জনা কিশোর পান্ডে । নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । শেষে বাড়ির অমতে তিনি নওয়াজউদ্দিনকে বিয়ে করেন । ধর্মান্তরিত হয়ে নাম রাখেন আলিয়া সিদ্দিকী । ইতিপূর্বেও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন আলিয়া । এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে স্বামী নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর ৩ ভাই মিনহাজুদ্দিন, ফৈজুদ্দিন, আয়াজুদ্দিন এবং তাদের মা মেহেরুন্নিসার বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ মুম্বইয়ের ভারশোভা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি । তাতে তিনি একটি গুরুতর অভিযোগ করেন । তার অভিযোগ ছিল,নওয়াজউদ্দিনের ৩ ভাই তার শ্লীলতাহানি করেছে এবং সেই অশ্লীল ভিডিও রেকর্ড করে তাকে লাগাতার ব্ল্যাকমেল করে যাচ্ছে তারা ৷।