জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ ফেব্রুয়ারী : ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি। সকাল থেকেই ‘ভ্যালেন্টাইন ডে’তে পরস্পরকে দেওয়ার জন্য লাল গোলাপ হাতে নিয়ে অপেক্ষারত প্রেমিক-প্রেমিকা। হঠাৎ ভেসে এলো সেই হৃদয় বিদারক খবর। জঙ্গিদের আত্মঘাতী হামলার শিকার হয়ে কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপাড়ায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়ে না ফেরার দেশে চলে গেছেন। গোলাপের পাপড়ির বদলে শহীদের রক্তে লাল হয়ে উঠল দেশের মাটি। মুহূর্তের মধ্যে হরিষে বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল গোটা দেশ। পরস্পরকে গোলাপ দিতে ভুলে গেল প্রেমিক- প্রেমিকারা। পরিবর্তে ঘৃণা ঝরে পড়ল তাদের কণ্ঠে। ১৪ ই ফেব্রুয়ারি দিনটি ভারতের ক্ষেত্রে হয়ে উঠল কালোদিন বা ব্ল্যাক ডে।
তারপর থেকে দেশের প্রতি ভালবাসা ও আত্ম বলিদানকে শ্রদ্ধা জানাতে এই চল্লিশ জন দেশপ্রেমিক শহীদের স্মরণে WBBS (West Bengal Blood Source) এর পক্ষ থেকে ১৪ ই ফেব্রুয়ারি সারা রাজ্য থেকে চল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে এই বছরের জন্য সমস্ত রকম প্রস্তুতি শেষ।
সংস্থার মূল সংগঠক দেবাশীষ দাস বললেন, ‘থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রুগীর প্রয়োজনে এমনিতে আমরা সারাবছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এইদিনটি আমরা একটু বিশেষভাবে পালন করতে চাই। বীর শহীদদের আমরা ফিরে পাবনা ঠিকই, তবে তাদের রক্ত যেমন আমাদের দেশমাতাকে রক্ষা করেছে তেমনি এই রক্ত একজন মুমূর্ষু মানুষের প্রাণ রক্ষা করবে।’দেশের বীর শহীদদের সম্মান জানানোর জন্য তিনি প্রতিটি মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।।