এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ ফেব্রুয়ারী : অবর্ণনীয় দূর্দশার মধ্যে আফগানিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি ১৮০ জন মহিলা ও তাদের শিশু সন্তানরা । আফগানিস্তানের সামাঙ্গন, বালখ, জাওজান, সারপোল এবং ফারিয়াব প্রদেশের কারাগারগুলিতে ঘর গরম রাখার কোনো সুবিধা নেই । ফলে হাড়হিম ঠান্ডায় নিদারুন যন্ত্রণায় দিন কাটছে তাদের । প্রবল ঠান্ডা থেকে রেহাই পেতে প্রায় দিনভর কারাগারের মধ্যে ঘেঁষাঘেঁষি করে শুয়েবসে কাটাতে বাধ্য হচ্ছেন বন্দিরা । এদিকে নেই পুষ্টিকর খাবার বা পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ।
জানা গেছে,বিবাহপূর্ব সম্পর্ক, মাদক ব্যবসা, খুন ও চুরি প্রভৃতির দায়ে বালখ মহিলা কারাগারে ৬১ জন মহিলা, সামাঙ্গান কারাগারে ৩৪ মহিলা, ফারিয়াব কারাগারে ৪৮ মহিলা, জওজান কারাগারে ২৫ মহিলা এবং সারপুলের তালিবানের মহিলা কারাগারে ১২ মহিলা বন্দী রয়েছে । তবে কারাবন্দি মহিলারা এখনো জানেন না কোন অপরাধে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।।