এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ ও শ্রীনগর,০১ ফেব্রুয়ারী : নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছে সন্দেহজনক গতিবিধির কারণে মোতেরা এলাকা থেকে চার কাশ্মীরি যুবককে আটক করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ এবং সিটি পুলিশ । ধৃত ৪ চার যুবক সকলেই শ্রীনগরের বডগামের বাসিন্দা । আজ বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হবে । জানা গেছে, এমনিতে স্টেডিয়াম সংলগ্ন কিছু এলাকায় সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আছে । তার উপর ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ থাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ।
ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার চেতনিয়া মান্ডলিক মিডিয়াকে জানিয়েছেন,সোমবার গভীর রাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছে তাদের সন্দেহজনক গতিবিধির কারণে সিবি দল এবং স্থানীয় পুলিশ মোতেরা এলাকা থেকে চার কাশ্মীরি যুবককে আটক করেছে ।
পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই ৪ যুবক সম্প্রতি পালনপুর এলাকার একটি মসজিদে গিয়েছিল এবং সেখানে কয়েকদিন ছিল তারা । সেখান থেকে তারা আহমেদাবাদে আসে । তারা হজ হাউসে চেক ইন করেছিল বলে জানতে পেরেছে পুলিশ । কি উদ্দেশ্যে ওই চার যুবক নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছে ঘোরাঘুরি করছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার ।
অন্যদিকে অসদাচরণের অভিযোগে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার একজন স্টেশন হাউস অফিসার ও তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে । এই বিষয়ে একটি আদেশ জারি করেছেন পুলিশ সুপার (এসপি) মোহিতা শর্মা । একটি নির্দেশে এসপি জানিয়েছেন, “সার্ভিস অসদাচরণের” অভিযোগে ইন্সপেক্টর সন্দীপ চরক,স্টেশন হাউজ অফিসার রামবন ও মুদাসির আহমেদ, এবং কনস্টেবল মুবেশার আহমেদকে সাসপেন্ড করা হয়েছে । মঙ্গলবার তাঁদের পুলিশ লাইনে পাঠানো হয়েছে । এসপি জানিয়েছেন,গুলের মহকুমা পুলিশ অফিসারকে (এসডিপিও) এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে । আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।।