এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০১ ফেব্রুয়ারী : সন্ত্রাসবাদ বা দুর্বৃত্তায়ন দমনে যোগী আদিত্যনাথের অস্ত্র ‘বুলডোজার’ কাজে লাগাচ্ছে ইসরায়েল সরকার । জেরুজালেম সিনাগগে সাতজন নিরীহ নাগরিকের হত্যাকারী ফিলিস্তিনি সন্ত্রাসবাদীর ২১ বছর বয়সী খায়রি আলকামের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হল । ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা জানিয়েছে, তার আগে সিল করে দেওয়া হয়েছিল ওই বাড়িটি । শুধু তাইই নয়,আক্রমণকারীর আত্মীয়দের সামাজিক সুরক্ষা-সুবিধাগুলি কেড়ে নেওয়ার জন্য একটি প্রস্তাবও উত্থাপন করেছে নেতানিয়াহুর মন্ত্রিসভা । সেই সঙ্গে আত্মরক্ষার জন্য সাধারণ ইসরায়েলি নাগরিকদের বন্দুক রাখার অধিকারের সুযোগ দেওয়ার বিষয়েও আলাপ আলোচনা চলছে ।
দেখুন ভিডিও :-
উল্লেখ্য,উত্তরপ্রদেশের শাসনভার হাতে নেওয়ার পর থেকে রাজ্যে দুর্বৃত্তায়ন রোডে দুষ্কৃতীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলার সিদ্ধন্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । গত বছর প্রয়াগরাজ শহরে হিংসাত্মক বিক্ষোভের পর মূল অভিযুক্ত জাভেদ মহম্মদের বাড়ি ভেঙে দেওয়া হয় । আরেক দুষ্কৃতী মুখতার আনসারির বাড়িও সরকার একইভাবে গুঁড়িয়ে দিয়েছিল । ফলে বর্তমানে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার আমূল পরিবর্তন এসেছে । বহুগুণ কমে গেছে অপরাধ প্রবণতা । এই পদক্ষেপটি রাজ্যের জনগণের কাছে এতটাই জনপ্রিয় যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন পরিচিত “বুলডোজার বাবা” হিসাবে ৷ উত্তরপ্রদেশের দেখাদেখি মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিও অপরাধীদের মোকাবেলায় একই মডেল গ্রহণ করেছে ৷।