এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো,৩১ জানুয়ারী : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সন্ত্রাসবাদী হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে । রবি ও সোমবার, পরপর এই দু’দিন হামলা চালায় সন্ত্রাসবাদীরা । সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে নাইজার সীমান্তের কাছে ফালানগৌতৌতে সামরিক বাহিনীর একটি কমব্যাট ইউনিট সন্ত্রাসবাদীদের হামলার মুখে পড়ে । এই হামলার ঘটনায় ১০ সেনা, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই যোদ্ধা ও এক সাধারণ মানুষ নিহত হন। পাশাপাশি ঘটনাস্থল থেকে ১৫ জন সন্ত্রাসবাদীর মৃত দেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা ।
সোমবার প্র্থক একটি বিবৃতিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জ্য চার্লস দিত ইয়েনাপোনো সোম জানিয়েছেন, রবিবার সন্ত্রাসবাদীদের হামলার পর ১৫ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে । সন্ত্রাসবাদীরা প্রথমে দুটি যাত্রীবাহী গাড়ি থামায় । গাড়ি দুটিতে ৮ জন মহিলা ও ১৬ জন পুরুষ ছিল । মহিলা ও একজন পুরুষ বাদে বাকি ১৫ জন পুরুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসবাদীরা ।
উল্লেখ্য,পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ বুরকিনা ফাসো আফ্রিকার দরিদ্রতম এবং সবচেয়ে অস্থির দেশগুলির মধ্যে একটি । বুরকিনা ফাসো ও তার প্রতিবেশী দেশ মালি ও নাইজারে কুখ্যাত দুই সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) ঘাঁটি গেড়েছে । ওই দুই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লাগাতার যুদ্ধ চলছে দেশগুলির সেনাবাহিনীর । সন্ত্রাসবাদীরা দেশটির অনুর্বর ও প্রধানত গ্রামীণ উত্তরাঞ্চলের বহু অঞ্চল দখল করে হাজার হাজার সেনা, পুলিশ এবং সাধারণ মানুষকে হত্যা করেছে । তাদের অত্যাচারে এযাবৎ ওই অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ।।