এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,৩০ জানুয়ারী : পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-এ-তালিবান পাকিস্তান । সোমবার টিটিপির তরফ থেকে বলা হয়েছে,গোষ্ঠীর কমান্ডার খালিদ খোরাসানির হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে ৷ এদিন দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইনের ওই মসজিদের ভেতরে হামলার ঘটনা ঘটে । রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত এবং অন্তত ১৪৭ জন আহত হয়েছেন । আহতরা পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই বিকেলের নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন ।
অন্যদিকে এদিন খাইবার পাখতুনখোয়ায় একজন পাকিস্তানি সেনাকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে টিটিপি । সেই নৃশংস হত্যাকান্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় জারি করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী যেন পাখতুন এলাকায় অভিযান না চালায় ।।