এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,০৫ মার্চ : বিজেপির বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনার’ অভিযোগ আগেই তুলেছিলেন । এবার ‘সেন্ট্রাল ফোর্স বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-১ ব্লকের গুসকরা শহরে স্পোর্টিং ইউনিয়নের মাঠে মহিলা জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । জনসভায় মূল বক্তা ছিলেন অনুব্রত মণ্ডল । অনুব্রত বলেন, ‘কেউ কেউ বলছে সেন্ট্রাল ফোর্স বলবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য । কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না । যদি সেন্ট্রাল ফোর্স বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাহলে সঙ্গে সঙ্গে চেপে ধরবেন । জিজ্ঞাসা করবেন, আপনি কি প্রার্থী? আপনার বলার অধিকার আছে ? নিশ্চয় আশা করি তারা বলবে না । তারা অত বোকা নয় । সঙ্গে আমাদের বাঙালী পুলিশ থাকবে । তবু যদি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে তাহলে তার জবাব মহিলারা দিয়ে দেবে ।’
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনুন :
গত বৃহস্পতিবার বিকেলে কেতুগ্রামে নির্বাচনী জনসভায় গিয়ে অনুব্রত মন্ডল অভিযোগ তুলেছিলেন ‘২০১৯ সালে বিজেপি টাকা দিয়ে ভোট করেছিল ।’ এরপর এদিন গুসকরায় নির্বাচনী জনসভায় এসে ফের তিনি বলেন, ‘দেখবেন বিজেপি টাকা দিতে আসবে৷। পয়সা দিতে আসবে । নিয়ে নেবেন । ভোটটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন।’
এদিন গুসকরা স্পোটিং ইউনিয়নের মাঠে ক্লাবের স্পোর্টস আ্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক বিধায়ক অভেদানন্দ থাণ্ডার প্রমুখ ।