এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,৩০ জানুয়ারী : সোমবার দুপুরে পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছে । পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ আসিম রয়টার্সকে জানিয়েছেন,আহতদের প্রত্যেকের চিকিৎসা চলছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান । পাশাপাশি তিনি বলেছেন, আহতদের হাসপাতালে আনার সময় অ্যাএম্বুলেন্সকে যাতে কোনো বাধার মুখে পড়তে না হয় সেজন্য গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে । শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলিকে লোকালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ডটকমের প্রতিবেদনে জানা গেছে,এদিন জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে । সেই সময় মসজিদের ভেতরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মসজিদের একাংশ ধসে যায় । ফলে ধ্বংস স্তুপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । তবে মসজিদে আগে থেকেই বোমা লাগানো ছিল নাকি এটি আত্মঘাতী হামলা ছিল তা এখনও স্পষ্ট নয় ।
প্রসঙ্গত,এই ধরনের সর্বশেষ বড় বিস্ফোরণের ঘটনাটি গত বছর পেশোয়ারে ঘটেছিল । কোচা রিসালদার এলাকায় একটি শিয়া মসজিদের ভিতরে একটি আত্মঘাতী বিস্ফোরণে ৬৩ জনের মৃত্যু হয়েছিল ।।