এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ জানুয়ারী : ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘ধর্মান্তরকরণ’-এর বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে মুম্বাইয়ে মহামিছিল হল মুম্বাইয়ে । রবিবার দাদর শিবাজি পার্ক থেকে কামগার স্টেডিয়াম পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয় । বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আরএসএস ও বিজেপির নেতা ও কর্মীরা মিছিলে অংশ নিয়েছিলেন । এক লাখের অধিক মানুষ মিছিলে পা মিলিয়েছিলেন বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে । তবে উল্লেখযোগ্য বিষয় হল মিছিলের পুরভাগে ছিলেন মহিলারা । তাঁরাই মূলত মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন । মহিলারা শ্লোগান তোলেন, ‘হিন্দুর স্বার্থে যে কাজ করবে সে দেশ শাসন করবে’, ‘গর্ব করে বলো আমরা হিন্দু’ প্রভৃতি । তাঁরা আরও দাবি তোলেন,অবিলম্বে লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘ধর্মান্তরকরণ’-এর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে । এছাড়া সরকারি জমি দখল বন্ধ করা এবং অবৈধ ইসলামী ধর্মীয় স্থানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,রবিবারের ওই মিছিলে দেখা গিয়েছিল বিজেপি নেতা রাম কদম, কেশব উপাধ্যায়, নীতেশ নারায়ণ রানে, শিবসেনার সদা সারাভাঙ্কর সহ বহু হিন্দু নেতাকে । লাভ জিহাদ এবং ধর্মান্তকরণকে দেশের জন্য ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেন রাম কদম । তিনি বলেছেন, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়া দিয়েছে। ভারতে ‘লাভ জিহাদ’-এর ঘটনা বাড়ছে। শ্রদ্ধা ওয়াকার হত্যার পরও এমন কিছু ঘটনা সামনে এসেছে যে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ‘লাভ জিহাদ’ এবং ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইনের দাবি জানাচ্ছে ।’।