এইদিন ওয়েবডেস্ক,চিত্রকূট,২৯ জানুয়ারী : ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল করলেন প্রখ্যাত ভজন গায়ক অনুপ জালোটা । জালোটা বলেন, আমাদের দেশ হিন্দু জাতিদের দেশ,কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বাস করে । যেখানে যারা বেশি আছে, সেখানে তাদের নামে জাতি গড়ে ওঠে । পাকিস্তান কেন সৃষ্টি হলো ? কারণ সেখানে মুসলমান বেশি । তাই এখানে হিন্দু বর্ণ ঘোষণা করা উচিত । এরপর একটি আইন ঘোষণা করা উচিত যে এক জাতি এক শাসন, যা হিন্দুদের জন্য শাসন সবার জন্য শাসন হওয়া উচিত,এটা খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি ।’ তিনি বলেন,এটা শুধু ঘোষণার ব্যাপার ।
নিউজ বাজ-এ প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ভুয়সী প্রশংসা করেছেন অনুপ জালোটা । ভজন গায়ক বলেছেন, ‘লোকে বলে যে একমাত্র কংগ্রেসই আমাদের দেশকে সামলাতে পারে । কিন্তু আজ মোদীজি, যোগীজির সরকারের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে কোন দল এবং কোন সরকার আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।’ জালোটা বলেন, আধ্যাত্মিকতায় আমাদের দেশের নাম সারা বিশ্বে উন্নীত করেছে । আজকে যখনই আমরা অন্য দেশে যাই, ভিসার জন্য লাইনে দাঁড়াই, যখনই সেখানকার অফিসাররা দেখে যে আমরা ভারতীয়, তারা হেসে আমাদের সাথে কথা বলে। আমাদের আদর্শ নিয়ে কথা বলে । পাশে পাকিস্তানি পাসপোর্টধারী কেউ থাকলে তাকে পরে কথা হবে বলে পাশে সরিয়ে দেয় । আজ আমরা আধ্যাত্মিকতা থেকে এই সমস্ত জিনিস এবং এই সম্মান পাচ্ছি ।’
রামচরিতমানস বিতর্ক নিয়েও বিবৃতি দিয়েছেন অনুপ জালোটা । তিনি বলেছেন, রামচরিতমানস আমাদের জীবনের গ্রন্থ । রামচরিতমানস থেকে আমরা অনেক কিছু শিখি । বছরের পর বছর ধরে আমরা পড়ছি, গান করছি, শুনছি, কত সিনেমা হয়েছে তা সঠিক করে বলতে পারবো না । রামচরিতমানস কেবল পাঠ করা নয় বা শোনার জন্য নয়, এর আদর্শ গ্রহণযোগ্য । আপনার জীবনে সেই আদর্শ প্রয়োগ করুন ।’ তবে রামচরিতমানস নিয়ে সমাজবাদী পার্টির জনৈক নেতার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে ।।