এইদিন ওয়েবডেস্ক,মোরেনা(মধ্যপ্রদেশ),২৮ জানুয়ারী : এক দিনেই বিধ্বস্ত হল ভারতীয় বিমানবাহিনীর ৩ যুদ্ধবিমান । শনিবার মধ্যপ্রদেশের মোরেনার কাছে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে । দুই বিমানে তিনজন পাইলট ছিলেন । তাঁদের মধ্যে ২ জনকে নিরাপদে উদ্ধার করা হলেও তৃতীয় জন মারা গেছেন । অন্যদিকে একই দিনে রাজস্থানের ভরতপুরে ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,এদিন বিমান বাহিনীর সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ দুটি যুদ্ধবিমান গোয়ালিয়র বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল । কিন্তু বিমান দুটি মোরেনা থেকে প্রায় ৫৯ কিলোমিটার দূরে পাহাড়গড় থানা এলাকার মানপুর রোডের কাছাকাছি এলে আকাশে দুই বিমানেত সংঘর্ষ হয় । উভয় বিমানেই আগুন ধরে যায় । তারপর আগুনের জ্বলন্ত বলের মতো যুদ্ধবিমান দুটি মাটিতে আছড়ে পড়ে । সুখোই-৩০ ফাইটারে দুজন পাইলট ছিলেন। এর মধ্যে একজন প্রাণে বেঁচে যান। এছাড়া মিরাজ ২০০০-এর একজন পাইলট ছিলেন,তিনিও দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন । মধ্যপ্রদেশের মোরেনার কাছে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনায় পাইলটদের দক্ষতা সম্পর্কে তথ্য চেয়েছেন বলে জানা গেছে ।
দেখুন ভিডিও :-
অন্যদিকে ভরতপুরের সাভার থানার অন্তর্গত নাগলা ভিসায়াসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, গ্রামের কাছে অনুর্বর জমিতে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে । বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় । খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আগ্রা থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমানটি রাজস্থানের যান্ত্রিক ত্রুটির কারণে ভরতপুর জেলার উচাইন এলাকায় বিধ্বস্ত হয়েছে ।।