এইদিন ওয়েবডেস্ক,জামতারা,২৮ জানুয়ারী : শুক্রবার রাতে ঝাড়খণ্ডের জামতারায় সরস্বতীর মূর্তি বিসর্জনের শোভাযাত্রায় পাথরবাজির ঘটনা ঘটেছে । পাথর লেগে দুই পুলিশকর্মীসহ বেশ কয়েকজন শ্রদ্ধালু আহত হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৫ রাউন্ড গুলি চালাতে হয় বলে জানা গেছে । জামতারা জেলা প্রশাসক ফয়েজ আহমেদ মমতাজ বলেছেন, কিছু অসামাজিক লোকজন সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে । কোনো দুর্বৃত্তকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে । সবাইকে গ্রেফতার করে শান্তি ফিরিয়ে আনা হবে ।’
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,জামতারা জেলার নারায়ণপুর থানার অন্তর্গত ডকিডিহ গ্রামে প্রতি বছরের মত এবারেও সরস্বতী পূজোর আয়োজন করা হয়েছিল । শুক্রবার রাতে বিসর্জন ছিল । বিসর্জনের শোভাযাত্রাটি মুসলিম জনবসতির কাছাকাছি পৌঁছনো মাত্রই সেখানকার লোকজন বিক্ষোভ শুরু করে শোভাযাত্রা আটকে দেয় । এরপর পূজো কমিটি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ বাহিনী সেখানে হাজির হয় ।
জানা গেছে,পুলিশের কথায় শেষে হিন্দুরা ডিজে ছাড়াই প্রতিমা বিসর্জন করতে রাজি হয়ে যায় । কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করেই মুসলমানরা হৈ চৈ শুরু করে দেয় । তারই মাঝে মুসলিমরা আচমক মূর্তি ও হিন্দুদের দিকেও পাথর ছুড়তে শুরু করে দেয় । শুধু তাইই নয়,মুসলিমদের বাড়ির ছাদ থেকেও মূর্তি শোভাযাত্রার দিকে এলোপাথাড়ি পাথর নিক্ষেপ করা হয় ।স্থানীয় লোকজন বলছেন, যেভাবে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে তাতে বলা যায় এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা । তাঁদের সন্দেহ অশান্তি পাকানোর উদ্দেশ্যে আগে থেকেই বাড়ি ছাদে পাথর মজুত করে রেখে দেওয়া হয়েছিল । শুধু পাথর ছোড়াই নয়, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মহিলা ও শিশুদের পর্যন্ত মারধর করে বলে অভিযোগ ।
জানা গেছে,ঘটনার পর রাত ৯ টার দিকে এসপি, এসডিও, এসডিপিও, জামতারা, করমাতান্ড ও নারায়ণপুর থানা এবং আইআরবি কর্মীদের উপস্থিতিতে সরস্বতীর প্রতিমা বিসর্জন করা হয় । তখনও মুসলিম কট্টরপন্থীর দল বিসর্জনের বিরোধিতা করতে থাকে বলে খবর । উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহনী ।।