এইদিন ওয়েবডেস্ক,নেত্রকোণা(বাংলাদেশ),২৮ জানুয়ারী : প্রতিমা ভাঙচুর অব্যাহত বাংলাদেশে । এবারে সন্ধ্যারতি চলাকালীন সরস্বতী পূজোর প্যান্ডেলে চড়াও হয়ে প্রতিমা ভাঙচুর চালালো মুসলিম কিশোরের দল । বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামে । ঘটনার পর ৬ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম অনন মিয়া, নিশাদ, ফারুক মিয়া, সাবিকুল মিয়া, এসএম মুন্না খান ও অপু মিয়া ।ধৃতদের বাড়ি সোয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামে । মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুবেল সরকার নামে একজন প্রতিমা ভাঙচুরের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।’ বাকি অভিযুক্তদের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে,বেশ কয়েক বছর ধরে সরস্বতী পূজোর আয়োজন করে আসছে নারাইচ গ্রামের যুব সংঘ নামে একটি ক্লাব । এবারের স্বল্প বাজেটের মধ্যে সরস্বতী পূজোর আয়োজন করেছিল ক্লাবের তরুনরা । ক্লাবের কোষাধ্যক্ষ অন্তর সরকার বলেন, ‘সকালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর আয়োজন করা হয় আরতী প্রতিযোগিতার । নারাইচ গ্রামের বেশকিছু তরুণ-তরুণী তাতে অংশ নেয়। কিন্তু রাতেউ সাড়ে নয়টার দিকে পাশ্ববর্তী হাটনাইয়া গ্রাম থেকে ৯-১০ জন কিশোরের দল প্যান্ডেলে গিয়ে নিজের নিজের মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করে । যেহেতু সেই সময় প্যান্ডেলে বেশ কয়েকজন মেয়ে ছিল তাই ওই মুসলিম কিশোরদের ছবি তুলতে নিষেধ করা হয় । আর তাতেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ।’
জানা গেছে,ছবি তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা হয় । তারই মাঝে মুসলিম কিশোরের দল পূজো উদ্যোক্তাদের ব্যাপক মারধর করতে শুরু করে । তারই মাঝে সরস্বতী প্রতিমা ভাঙচুর চালায় তারা । মুসলিম কিশোরদের হামলায় হৃদয় বিশ্বাস ও শাওন সরকার নামে নারাইচ গ্রামের দুই কিশোর গুরুতর আহত হয় । তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এদিকে খবর পেয়ে রাতেই আদর্শনগর ফাঁড়ি ও মোহনগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে । পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাটনাইয়া গ্রামের ৬ মুসলিম কিশোরকে গ্রেফতার করে ।।