এইদিন ওয়েবডেস্ক,নাগাসাকি,২৭ জানুয়ারী : বুধবার জাপানের নাগাসাকির কাছে পূর্ব চীন সাগরে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে । এই দূর্ঘটনায় ৮ জন ক্রু সদস্য নিহত হয়েছে । নিহতদের মধ্যে ৬ জন চীনা নাগরিক । ৬,৬৫১ টন ওজনের হংকং-নিবন্ধিত “জিনটিয়ান” জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক ক্রু সদস্য ছিলেন । কাঠ বোঝাই কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার ইনচিওনের দিকে যাচ্ছিল ।
কোস্ট গার্ডের একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে যখন দুর্যোগ সংকেত পাওয়া যায় তখন প্রবল বাতাস বইছিল । কোস্ট গার্ড সঙ্গে সঙ্গে নাগাসাকি শহরের পশ্চিমে আশেপাশে টহল জাহাজ এবং বিমানের সাহায্য চায় । তারপর উদ্ধার অভিযান শুরু হয় । তবে দূর্ঘটনার কারণ স্পষ্ট নয় ।
সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন,জাহাজটি দুপুর ২.৪৬ নাগাদ ডুবে যায় । ১৩ জন চীন বা মিয়ানমারের নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । কাউকে হাসপাতালে পাঠানো না হলেও সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড ।।